Thursday, April 9th, 2020




লকডাউন করা হলো চাঁদপুর

করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবেলায় চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান অনলাইনে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। ঘোষণাটি সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবেলায় চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান বলেন, সর্বসাধারণের স্বার্থে চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলাবাসীর সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ