Tuesday, April 7th, 2020




১০ টাকা কেজির চাল নিজের গুদামে রেখে কারাগারে আ.লীগ নেতা

বগুড়ার সারিয়াকান্দিতে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল নিজের গুদামে রাখায় আওয়ামী লীগ নেতা গাজিউল হক গাজীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজিউল হক গাজী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দেন।

সারিয়াকান্দি ইউএনও অফিস সূত্রে জানা যায়, গাজিউল হক গাজী খাদ্য অধিদপ্তরের অধীনে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার। আজ ইউএনও মোহাম্মদ রাসেল মিয়া গোপন সূত্রে সংবাদ পান, ওই চাল নির্ধারিত গুদামে না রেখে ডিলার গাজিউল হক গাজী ভিন্ন স্থানে তার নিজের গুদামে রেখেছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিন্ন গুদামে ডিলারের হেফাজত থেকে ২১২ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুরুর হুদা জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর গাজিউল হক গাজীকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ