Tuesday, April 7th, 2020




মতলব দক্ষিণে ১৪শ শ্রমিক পরিবারের মাঝে সাংসদের খাদ্য সহায়তা প্রদান

মো. আশরাফুল জাহান শাওলিন,মতলব দক্ষিণ: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমিকদের মাঝে বিতরণের জন্য খাদ্য সহায়তার উদ্ধোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল। সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা ডাক বাংলো প্রাঙ্গণে উপজেলার ১৪শ পরিবারে খাদ্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়।

সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। খাদ্যের সমস্যা নেই, কেউ না খেয়ে থাকবে না।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি স্বপন কুমার আইচ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ৪টি (নারায়নপুর, নায়েরগাঁও উত্তর, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ) ইউনিয়নে বসবাসরত ১৪শ শ্রমিক পরিবারে এ খাদ্য পৌঁছে দেয়া হয়। প্রতি প্যাকেটে খাদ্য হিসেবে ( চাল, ডাল, আলু) ৮ কেজি পরিমাণ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ