Monday, March 30th, 2020




শেরপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

শেরপুরের নালিতাবাড়ীতে শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

দুইদিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার দিবাগত রাতে তিনি মারা যান। তার বয়স ৫৫ বছর। তিনি বাগেরহাট জেলার রামপালে পাইলিং শ্রমিকের কাজ করতেন।

সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তিনি নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।

নিহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে শ্বাসকষ্টের ওষুধ ব্যবহার করেছিলেন। তারপরও তার শ্বাসকষ্ট কমেনি। রাতে তার মৃত্যু হয়।

সোমবার শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, নমুনা ঢাকায় পাঠানোর পরে বুঝা যাবে ওই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, এ মৃত্যুর ঘটনায় আশপাশের ১০ বাড়ির বাসিন্দাদের চলাচলে বিধি-নিষেধ জারি করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওই ব্যক্তির দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ