Monday, March 30th, 2020




আধাঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধা ঘণ্টার ব্যবধানে বাবা (৯২) ও ছেলের (৪৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে, করোনাভাইরাসের সংক্রমণজনিত লক্ষণ নিয়ে তাঁদের মৃত্যু হয়নি। এলাকায় গুজব ছড়িয়েছে।

আজ ভোর ৬টায় মারা যান ৯২ বছরের এক ব্যক্তি। এর ৩০ মিনিট পর মারা যান তাঁর একমাত্র ছেলে। আজ জোহরের নামাজের পর তাঁদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ৩০ মিনিটের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলতে থাকে।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওই ব্যক্তি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। তিনি আজ ভোর ছয়টায় মারা যান। তাঁর মৃত্যুর ৩০ মিনিট পর মারা যান একমাত্র ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জহিরুল কবীর বলেন, ‘বাবা–ছেলের মৃত্যুর খবর পেয়েই আমি সকাল আটটার দিকে গ্রামে ছুটে যাই। পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে করোনাভাইরাস সংক্রমণের আলামত নিয়ে তাঁদের মৃত্যু হয়নি।’

স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘আমরা পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি বাবা মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। আর ছেলে মারা গেছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।’

তবে এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাবা মারা গেছেন শ্বাসকষ্টে। আর ছেলে মারা গেছেন জ্বরে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হতে থাকে। বিকেল পৌনে চারটার দিকে গ্রামে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনাস ইবনে মালেক ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। ওসি শাহাদত হোসেন বলেন, ‘মানুষ মুখে মুখে নানা কথা রটিয়েছে। আসলে তাঁদের করোনাভাইরাসের মতো কোনো আলামত ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ