Thursday, March 26th, 2020




করোনা প্রতিরোধে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যানের ব্যাপক প্রচারণা

আরাফাত আল-আমিন ॥ মরণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম কুদ্দুস। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তিনি করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতামূলক তথ্য সম্বলিত ফেস্টুন সাঁটাই করেছেন। গত ১৭ মার্চ থেকে এসব ফেস্টুন সাটানো হয়েছে। এছাড়াও তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন।

ফেস্টুন ও লিফলেটে করোনা প্রতিরোধে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, করোনা ভাইরাসের লক্ষণ, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, গণবিজ্ঞপ্তিসহ নানান বিষয় তুলে ধরা হয়েছে। এবং জরুরী প্রয়োজন ছাড়া সরকার ঘোষিত সময়ে ঘর থেকে বের না হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুঠোফোনে বলেন, করোনা বিশে^ মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী থেকে বাংলাদেশ তথা মতলব উত্তর উপজেলাকে বাঁচাতে হবে। সেজন্য সকলের সহযোগীতা প্রয়োজন, দুরুত্ব বজায় রেখে চলতে হবে। সকলে সরকারি আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলবো। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ