Wednesday, March 25th, 2020




ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের গোড়াই থেকে মির্জাপুরের পাকুল্যা এবং কালিহাতীর পৌলি থেকে ভাবলা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি ও ভোগান্তিতে পড়েছে নারী শিশুসহ অসংখ্য যাত্রী।

অতিরিক্ত গাড়ীর চাপ ও মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় এ যানজট বলে জানিয়েছে পুলিশ।

করোনা ভাইরাসের ঝুঁকি চিন্তা না করেই বাস, ট্রাক ও পিকআপভ্যান গাদাগাদি করে ঘরে ফিরছে মানুষ। যানবাহনে থাকা অধিকাংশ যাত্রীরা মানছেন না সুরক্ষা নির্দেশিকা।

যাত্রীরা জানান, করোনার ভয় সবার মাঝেই আছে। সব কিছু বন্ধ হয়ে গেছে। কাজ না থাকলে খাবো কি? তাই কোনোকিছুর উপায় না পেয়ে সবার সাথে মিলেমিশে বাড়িতে যাচ্ছি।

ট্রাক চালক জসিম জানান, ‘গোড়াই থেকে মির্জাপুর পর্যন্ত আসতে ৭ ঘণ্টা সময় লেগেছে। যানজটের কারণে সামান্য খাবারও খেতে পারিনি।’

যানজটের বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘একসাথে ছুটির কারণে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।’

‘‘এছাড়া মহাসড়কের কয়েকটি স্থানে সংস্কার কাজ চলমান থাকায় এক লেনে গাড়ী চলায় এ যানজট তীব্র আকার ধারণ করেছে।’’

যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ