Monday, March 23rd, 2020




সরকারি অফিস ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ সরকারি ছুটি ২৭-২৮ শুক্র ও শনিবার বন্ধ এর সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে ২৫ মার্চ অফিস হয়ে বন্ধ হবে খুলবে ৫ এপ্রিল। কাঁচা-বাজার হাসপাতাল ও জরুরি সেবাসমূহ চালু থাকবে। জনসাধারণ এ সময়ে জরুরি প্রয়োজন বিশেষ করে খাদ্য ক্রয়-ওষুধ চিকিৎসা ছাড়া যেন বাইরে না আসে। এই সময়ে অফিস আদালতে প্রয়োজনীয় কাজ করতে হলে অনলাইনে করতে হবে। গণপরিবহন চলাচল সীমিত থাকবে। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহার করার অনুরোধ করা হচ্ছে। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক  সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দেবে।

আগামীকাল ২৪ মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করনের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সশস্ত্র বাহিনী জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বলবত থাকবে।

আজ সোমবার বিকেল পৌনে ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ জরুরি এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ