Thursday, March 19th, 2020




মাদারীপুরে কোচিং চালু রাখায় ২ শিক্ষককে আটক

করোনাভাইরাসের ঝুঁকিতে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে মাদারীপুরের শিবচর উপজেলায় দুই শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে শিবচর বাজারের একটি কোচিং সেন্টার ও একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি করোনা ঝুঁকি এড়াতে সারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে কিছু কোচিং সেন্টারের শিক্ষকরা এ নির্দেশনা অমান্য করে তাদের কোচিং চালু রেখেছেন।

এ খবর শুনে শিবচর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দত্তপাড়ার সূর্যনগর বাজারের একটি কোচিং সেন্টারের এক শিক্ষক ও শিবচর বাজারে একটি কোচিং সেন্টারের এক শিক্ষককে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, ওই দুই শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ কারণে তাদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ