Sunday, March 15th, 2020




সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে বিআরইউ’র মানববন্ধন

কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে ঘড় থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। আজ রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একাত্তর বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার ও বিআরউই’র সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের  সঞ্চালনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও  সাংবাদিক নেতারা বক্তব্য দেনG

বক্তব্য রাখেন  শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ,  নারীনেত্রী রহিমা সুলতানা কাজল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ন্যাশনাল ডেইলিজ ব্যুরোচিফ অ্যাসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদাউস সোহাগ, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক  ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক নেতা মুরাদ আহমেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স,ম ইমামুল হাকিম,শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল হক নিলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার  সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী,বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান।

এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে। দৃষ্টান্তমূলক কোন শাস্তি হচ্ছে না বলেই সাংবাদিক নির্যাতন কমছে না। আরিফকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। সাংবাদিক আরিফের নির্যাতনকারীদের বিচার না হলে এ ধরনের নির্যাতন বন্ধ করা যাবে না।

প্রতিবাদী মাববন্ধনে একাত্মতা প্রকাশ করে অন্তত ৩০ টি সাংস্কৃতিক,সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন।  উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন,আরটিভি বরিশাল ব্যুরো প্রধান আলী জসিম, চ্যানেল টুয়েন্টিফোর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, বাংলাভিশনের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাসান, ডিবিসির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, ইত্তেফাক বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনালাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ