Sunday, March 15th, 2020




মাদারীপুরে হোম কোয়ারেন্টিনে ১৭৬ জন

মাদারীপুরে বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া, করোনা ভইরাসে আক্রান্তদের জন্য জেলা সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় তা হলে আরও একশ বেড প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাসের বিষয়টি মাদারীপুরের সর্বত্র মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীদের মধ্যে রবিবার দুপুর পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। করোনা প্রতিরোধে সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়াও কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের মেডিক্যাল টিম সার্বক্ষণিক আগত প্রবাসীদের পর্যবেক্ষণে রেখেছে। তাদের আমরা করোনা সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছি। তবে আমাদের সদর হাসপাতালে করোনোভাইরাসে আক্রান্ত কোন রোগী আসেননি। মাদারীপুরে ইতালি ফেরত যে একজন রোগী আক্রান্ত হয়েছিলো সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ