Friday, March 13th, 2020




কুষ্টিয়ায় স্ত্রীসহ প্রবাসী ‘হোম কোয়ারেন্টাইনে’

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে দক্ষিণ কোরিয়া ফেরত স্ত্রীসহ প্রবাসীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকেই তাদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা গত ২ মার্চ দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ সেলে তারা নিজেরাই ফোন করেছিলেন। এর পর থেকে আমরা সাবক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের শরীর পরীক্ষা করার মতো নির্দেশনা এখনো আসেনি। তবে তাদের শরীর পরীক্ষা করলে করোনা ভাইরাসের নমুনা আছে কি-না তখনই জানা যাবে। এখন ওই যুবক সুস্থ থাকলেও তার স্ত্রীর কাশি রয়েছে।

কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন প্রশ্নে ওই চিকিৎসক আরও বলেন, পর্যবেক্ষণে থাকা ওই প্রবাসী স্বামী-স্ত্রীর কাছে যাওয়া হয়নি। তবে তারা যেন ওই কক্ষে থাকেন সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, খাবারও যেন দূর থেকে দেওয়া হয়। যেহেতু তারা দুই জনই সুস্থ, সেহেতু তাদের সেবা দেওয়ার জন্য ঘরে থাকাই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ