Thursday, March 12th, 2020




করোনা ভাইরাসের প্রতিষেধক বিক্রি, ২ জনের কারাদণ্ড

করোনা ভাইরাসের ভুয়া প্রতিষেধক বিক্রয়ের দায়ে নেত্রকোণার কেন্দুয়ায় প্রতারক চিকিৎসক ও তার সহযোগীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম। দণ্ডিতরা হলো- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফ হায়দারের ছেলে রাশেদুল ইসলাম(৩৬) ও তার সহযোগী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার গন্ড ইউনিয়নের পাহাড়পুর ঈদগাহ মাঠে করোনা ভাইরাসের ঔষধ বিক্রয়কালে কেন্দুয়া থানা পুলিশ আটক করে প্রশাসনকে খবর দেয়া হলে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকে দুই বছর করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম আল-ইমরান রুহুল ইসলাম। কেন্দুয়া থানা ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ