Monday, March 9th, 2020




সরকারি পাঠ্যবই বিক্রয় করার সময় আটক শিক্ষা কর্মকর্তা

ঝালকাঠির রাজাপুরে সরকারি নতুন ও পুরনো প্রায় ২০ টন পাঠ্যবই বিক্রির সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদারকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিক্রি করা বইসহ ট্রাক জব্দ করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক ও বইগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিপুল পরিমাণ পাঠ্যবই ট্রাকে ভরা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান।

প্রায় ২০ টন পাঠ্যবই ১৩ টাকা ৭৫ পয়সা কেজিতে সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার।

এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার কার্যালয় থেকে ডেকে এনে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বিরুদ্ধে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিষয়টি বরিশাল দুর্নীতি দমন কমিশন দুদককে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ইউএনও।

অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন পাঠ্যবই রাখার স্থান না থাকায় ২০১৮-২০১৯ সালের পুরনো বই ও ২০২০ সালের নতুন বই একই স্থানে ছিল। তাই কিছু নতুন বই পুরনো বইয়ের সঙ্গে মিশে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ