Monday, March 9th, 2020




একটি মাস্ক ৮০ টাকা!

বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। যশোরের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

হঠাৎ করেই মাস্কের চাহিদা বেড়েছে। এই সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়ে দিয়েছে। তারপরও বেচাকেনার ধুম পড়েছে।

সোমবার যশোর শহরের ফার্মেসিগুলোতে ৪ টাকার মাস্ক ২০-২৫ টাকা ও উন্নতমানের ২৫-৩০ টাকার মাস্ক এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শহরের এমএম আলী রোডের বিসমিল্লাহ ফার্মেসির কর্মচারীরা জানান, ঢাকা থেকেই মাস্ক পাওয়া যাচ্ছে না। আর দামও বেড়েছে। মাস্কের দাম বেশি হওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের শিকার হতে হচ্ছে।

বাজারে মাস্ক কিনতে আসা বিল্লাল বিন কাসেম বলেন, করোনাভাইরাস আতঙ্কে বাড়তি নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহারে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণ মানুষ নিরাপত্তার জন্য মাস্ক কিনতে ভিড় করছেন। এই সুযোগে বিক্রেতারা মানুষকে জিম্মি করে বাড়তি দাম হাঁকাচ্ছেন। কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখা দরকার। সরকারিভাবে নিয়মিত মনিটরিং করতে হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, মাস্কের দাম বৃদ্ধির বিষয়টি তদারকি করা হবে। যদি কেউ মাস্কের দাম বেশি রাখেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ