Sunday, March 8th, 2020




মতলব দক্ষিণে উন্মুক্ত ভাতাভোগীদের যাচাই বাছাইয়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

মো. আশরাফুল জাহান শাওলিনঃ মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের ভাতাভোগীদের উন্মুক্ত যাচাই-বাছাই সভা শুরু হয়েছে। ২ মার্চ মতলব পৌরসভার দিঘলদী মাষ্টার বাজারে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভাতাভোগীদের যাচাই-বাছাই সভা সম্পন্ন হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সভাপতি ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ যাচাই-বাছাই কমিটির সকল সদস্যবৃন্দ। ৩ মার্চ শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে এবং ৪ মার্চ মতলব নিউ হোস্টেল মাঠে ১,২ ও ৩নং ওয়ার্ডের যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১২ মার্চ নারায়নপুর ইউনিয়নের পয়ালীতে, ১৪ মার্চ নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নন্দীখোলায়, ১৯ মার্চ উপাদী দক্ষিণ ইউনিয়নের মাষ্টার বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, ২৩ মার্চ নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নায়েরগাঁও বাজারে ও ৩০ মার্চ খাঁদেরগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ