Sunday, March 8th, 2020




ঠাকুরগাঁওয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, আটক ১

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইটভাটায় কর্মরত ট্রাক্টর শ্রমিক রিপনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রিপনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রিপনের বাড়ির পার্শ্বে একটি গাড়িতে বস্তায় ভরে রিপনের মরদেহ ফেলে যায় ইটভাটার কর্মরত লোকেরা। তবে মরদেহ কে রেখে গিয়েছিল সে বিষয়ে এখনও পরিস্কার করেনি পুলিশ।

মামলার আসামিরা হলো- জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার ট্রাক্টর চালক মিলন, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের হেলপার আল আমিন ও সবুর।

নিহত ট্রাক্টর শ্রমিক রিপন আলী (১৯) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দানেশ নামে এক ব্যক্তির ইটভাটায় ট্রাক্টর শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিল।

নিহত রিপনের ভাই জীবন জানান, আমার ভাইকে মেরে বস্তায় ভরে বাড়িতে ফেলে দেওয়া হয়েছে। আমার ভাইয়ের হত্যকাণ্ডে জড়িত সবার বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার এএসআই হারুন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ রিপনের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। হেলপার আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ