Sunday, March 1st, 2020




শেরপুরে দৈনিক পত্রিকার ”উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

শাহরিয়ার কবিরঃ-আন্তরিকতায় পাশে থাকুন, দূনীর্তি মুক্ত দেশ গড়ু–ন ।।এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” সজন ও দৈনিক পত্রিকার যৌথ উদ্যেগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে । ২৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় সজন মাদকাসক্তি চিকিৎসা সহায়তায় ও পূর্নবাসন কেন্দ্র চাপাতলী, শেরপুর মানবিধকার সংস্থা আমাদের আইন শেরপুর সদর কমিটির সভাপতি জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে মানবিধকার সংস্থা আমাদের আইন শেরপুর সদর কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান সার্বিক তত্বাবাধনে ছিলেন মানবাধিকার সংস্থা আমাদের আইনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল ।

মানবাধিকার সংস্থা আমাদের আইন ,“সজন” ও দৈনিক পত্রিকার যৌথ উদ্যেগে বিতর্ক প্রতিযোগিতায় প্রতিপাদ্য বিষয় “ধুমপানের মাধ্যমেই তরুনরা মাদকের দিকে ধাবিত হচ্ছে” এ বিষয়ে পক্ষে শেরপুর সরকারী কলেজ এবং বিপক্ষ দল সরকারী আশেক মাহমুদ কলেজ ,জামালপুর অংশগ্রহন করে এতে শেরপুর সরকারী কলেজ বিজয়ী হয় ।
এসময় বিশেষ অতিথি হিসেবে সজন মাদকাসক্তি চিকিৎসা সহায়তায় ও পূর্নবাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মেহের খান অপু, শেরপুর জেলা আরটিভির স্টাফ রিপোটার মুগনিউর রহমান মনি,দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা রির্পোটার মাসুদ হাসান বাদল ,মানবাধিকার সংস্থা আমাদের আইনের শেরপুর জেলার কো- চেয়াম্যান এডভোকেট নূরুল ইসলাম তালুকদার ,বীর সৈনিক ও মুক্তিযোদ্ধা বিশিষ্ঠ লেখক আব্দুল মান্নান বিচারকি দায়িত্ব পালন করে বিজয়ীদের এবং রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেন ।

এসময় অন্যান্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ,মানবাধিকার সংস্থা আমাদের আইনের শেরপুর জেলার সেক্রেটারী নাজমুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক এইচ এ ইতি, ইন্জিঃ শান্ত রায়, কো-চেয়ারম্যান কাজী আবু জর মো: আল-আমিন, সদর কমিটির সদস্য বাচ্চুশেখ.পৌর শহর কমিটির প্রস্তাবিত সাধারন সম্পাদক খাইরুল ইসলাম , বিডি ক্লিনের সমন্বয়ক আল-আমিন রাজু সহ মানবাধিকার সংস্থার শেরপুর জেলার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ