Sunday, March 1st, 2020




মানুষের জীবনকে সুন্দরভাবে সাজাতে বীমার বিকল্প নেই : এমপি নূরুল আমিন রুহুল

আরাফাত আল-আমিন : বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে ১ম বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে থানা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ছেঙ্গারচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল।

প্রধান অতিথি বক্তব্যে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম বীমাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। শুধু তাই নয় বীমা সেক্টরে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা সরকার। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে বীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বীমা অার্থিক প্রবৃদ্ধি বাড়ায়। বীমা মানুষের জীবন ঝুঁকি কমিয়ে আনে। মানুষের জীবনকে সুন্দরভাবে সাজাতে বীমার বিকল্প নেই।

এমপি নূরুল আমিন রুহুল বীমা কর্মীদের উদ্দেশ্যে বলেন, গ্রাহকরা অনেক বিশ্বাস করে আপনাদের কাছে বীমার টাকা জমা দেয়। আপনারা গরীব দুঃখীর সেই টাকা ঠিকমত অফিসে জমা দিবেন। কারণ সরকার বীমা সেক্টরকে ভালভাবে সাজিয়েছে। সেই সুন্দর শৃঙ্খলা ধরে রাখতে হলে কোনরকমের নয়ছয় করা যাবে না। আপনারা গ্রাহকদের সাথে সৌন্দর্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। দেশের উন্নয়নে কৃষক শ্রমিক থেকে শুরু করে সকলের ঐক্যবদ্ধ সহযোগীতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও ডেলটা লাইফ ইন্সুইরেন্সের জোনাল ম্যানেজার নূরে আলম খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজী মনির বেপারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, ছেঙ্গারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আঃ মান্নান বেপারী, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, গ্রাহক ইকবাল কবির প্রমুখ।

সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোঃ শহীদুল্লাহ মোহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ