Sunday, February 23rd, 2020




গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

গাজীপুরের মৌচাক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফাতেমা বেগম (৩৫) ও তার ৯ মাসের মেয়ে আরবী। ফাতেমা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। রবিবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের এস আই মো. আনোয়ারুল ইসলাম জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক আমবাগান (হর্টিকালচার) এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মা ও মেয়ে মারা যান।

খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের বাসের চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ