Friday, February 21st, 2020




যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো. আশরাফুল জাহান শাওলিন,মতলব দক্ষিণ,চাঁদপুর ঃ মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাত ১২টা ১ মিনিটে মতলব সরকারি ডিগ্রি কলেজ শহীদ মিনার পাদদেশে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাহমিদা হকের নেতৃত্বে উদ্যাপন কমিটি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ থানা, মতলব প্রেসক্লাব, সাপ্তাহিক দিবাকন্ঠ, এনজিও সম্বয় পরিষদ, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, রয়মনেন নেছা মহিলা কলেজ, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসা, লিটল স্কলার্স একাডেমি, আল আমিন ক্রীড়াচক্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, জেলা আওয়ামীলীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, চন্দন সাহা, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকালে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়।

আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার পাদদশে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় প্রভাতফেরী। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ দিলরুবা খানম, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আলোচনা উপ-কমিটির আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. মোরশেদুল আলম সিরাজী ও গীতা পাঠ করেন শিক্ষক সাথী রানী। এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামীলীগনেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, পারভেজ চৌধুরী হানিফ, তফাজ্জল হোসেন, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন খাঁন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক। পরে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান রেজাউল করিম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসনাত, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সহকারী শিক্ষা অফিসার তানভীর হাসান, সেলিনা বেগম, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধাবৃন্ধ, সাংবাদিক ও সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ