Wednesday, February 19th, 2020




মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

এস.এম হোসাইন, জামালপুর ॥ জামালপুরে দিগপাইতের মাতারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তথ্যকেন্দ্র জামালপুর সদরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) তথ্য আপা এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদা বেগমের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা জামালপুরের নির্বাহী কর্মকর্তা মো. মোবারক আলীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা জামালপুরের চেয়ারম্যান বেগম রাশেদা ফারুকী, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী সুজা, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। উঠান বৈঠকের সার্বিক সহযোগীতায় ছিলেন তথ্য সেবা কর্মকর্তা ইসমত আরা ইয়াসমিন, তথ্য সেবা সহকারি বিপাশা সুলতানা ও তমা সাহা। এসময় স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জাতীয় মহিলা সংস্থার নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ