Wednesday, February 19th, 2020




কক্সবাজারে ৩ সার্ভেয়ারের বাসায় র‌্যাবের অভিযান, কোটি টাকা জব্দ

কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র‌্যাব। এসময় ২ সার্ভেয়ার পালিয়ে গেলেও ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১৫ এর একটি টিম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া ও বাহারছড়া এলাকায় এ অভিযান চালান।
র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মে. মেহেদী হাসান জানান, বিপুল পরিমাণ অবৈধ টাকা মজুদের খবর পেয়ে র‌্যাবের একটি টিম প্রথমে শহরের তারাবনিয়ার ছড়ায় সার্ভেয়ার ওয়াসিম ও ফেরদৌসের বাসায় অভিযান চালায়। র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে ফেরদৌস পালিয়ে গেলেও সার্ভেয়ার ওয়াসিমকে প্রায় ৭ লাখ টাকাসহ আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এসময় ফেরদৌসের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২৭ লাখ টাকা। পরে র‌্যাব টিম বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা জব্দ করে। এসময় বিভিন্ন সরকারি নথিপত্র ও চেকসহ লেনদেনের কাগজপত্র জব্দ করা হয়। তিনি আরো জানান, অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ