Tuesday, February 18th, 2020




মতলব উত্তর উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আরাফাত আল-আমিন ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা সোমবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানবীর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাউইম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ তা ম বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, ওসি মো. নাসির উদ্দিন মৃধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম নবী খোকন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, বাগানবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, গজরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, পৌর প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সভাপতি হাজী মনির হোসেন বেপারী প্রমুখ।

উপজেলা পরিষদের উক্ত সভায় যথাযথ ভাবে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা নিধন বিষয়, সম্প্রতি কালীপুর ও কালীরবাজারে ডাকাতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ’সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ