Wednesday, February 12th, 2020




টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ

টাঙ্গাইলের ভূঞাপুরে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, একটি চায়ের দোকানে প্রথমে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে রাখা সিএনজিচালিত অটোরিকশার আরও একটি সিলিন্ডারে আগুন লাগে এবং সেটিও বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হয়।

অগ্নিদগ্ধরা হলেন ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের সুমন চন্দ্র দাস (৩০), ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের রুবেল হোসেন (৫৪)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই চারজনের মধ্যে তিনজনের ৩০শতাংশের বেশি পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ