Thursday, February 6th, 2020




সিনিয়র সচিব ড. সামছুল আলম মোহন একুশে পদক পাচ্ছেন

আরাফাত আল-আমিন ॥ ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি, সমাজসেবা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানেরর জন্য একুশজনকে দেওয়া হবে একুশে পদক। এর মধ্যে অর্থনীতিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগ সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম।

অধ্যাপক ড. শামসুল আলম একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
অর্থনীতিতে একুশে পদক হলো একুশে পদক প্রদানের একটি অন্যতম প্রধান ক্ষেত্র। এটি বাংলাদেশের অর্থনীতি ও এ সম্পর্কিত গবেষণার সাথে জড়িতদের অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রদত্ত একটি জাতীয় এবং এদেশের “দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার’’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ