Monday, February 3rd, 2020




যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা-১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন

শাহরিয়ার কবির পাইকগাছা প্রতিনিধি খুলনাঃ-আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৬১৫ জন। গত বছর বোর্ডের পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮২ হাজার ৩১০ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৬৯৫।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের আওতাধীন ১০ জেলা থেকে ২৮৬টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৫২১টি প্রতিষ্ঠানের ১ লাখ ৬১ হাজার ৬৯৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৬৭০ এবং ছাত্রী ৮১ হাজার ২৫। এ বছর ১০টি কেন্দ্র বেড়েছে।

যশোর জেলা থেকে ৮৭ হাজার ৮৪৪, খুলনা জেলা থেকে ২৪ হাজার ৪৬০, বাগেরহাট জেলা থেকে ১৩ হাজার ৮৮৭, সাতক্ষীরা জেলা থেকে ১৮ হাজার ১০৯, কুষ্টিয়া জেলা থেকে ২২ হাজার ১১০, চুয়াডাঙ্গা জেলা থেকে ১০ হাজার ৪৫০, মেহেরপুর জেলা থেকে ৭ হাজার ৮৭১, নড়াইল জেলা থেকে ৮ হাজার ৮৬৮, ঝিনাইদহ জেলা থেকে ১৮ হাজার ১৪৯ এবং মাগুরা জেলা থেকে ৯ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ