Sunday, January 26th, 2020




মানসম্মত আধুনিক শিক্ষা প্রদানে সকলকে একযোগে কাজ করতে হবে : এমপি রুহুল

আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সিরাজুল হকের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এসএম বিল্লাল হোসেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি জেসমিন সুলতানা, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, বিশিষ্ট শিক্ষানুরাগী নাজির আহমেদ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেভুলেশন ফোরামের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল, এসএম বিল্লাল হোসেন, খোকন মিয়া, আবুল কাশেম, লোকমান হোসেন, জয়দেব চন্দ্র রায়, নিলুফা আহমেদ, আনম গোলাম মোস্তফা, তোফায়েল আহমেদ, বারিয়া আক্তার, কেন্দ্রীয় কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইলিয়াস মিয়াজী, বিশিষ্ট শিক্ষানুরাগী আইয়ুব আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ইমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগ নেতা শিহাবসহ নেতৃবৃন্দ ও নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একদিন বড় হয়ে দেশ পরিচালনা করবে। সে ক্ষেত্রে এখনই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়া ও আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আজি এগিয়ে চলতে হবে। তাই মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানে সকলকে একযোগে কাজ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলা ও চালিয়ে যেতে হবে। তিনি সরকারের শিক্ষা খাতের উন্নয়ন তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ