Wednesday, January 22nd, 2020




দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার দাপটে আবারও হিমালয়ের কোলঘেঁষা দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে উত্তর-মধ্যাঞ্চলের ওপর দিয়ে। বুধবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া রয়েছে চারপাশ। এতে সড়ক, নৌ ও আকাশপথে চলাচল বিঘ্নিত হচ্ছে।

বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার একদম কাছেই হিমালয় অবস্থিত হওয়ায় প্রতিদিন ক্রমই তাপমাত্রা ওঠানামা করছে।

এদিক পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বন্ধ থাকছে ফেরি পারাপার। কোথাও কোথাও দুদিন হলো দেখা মিলছে না সূর্যের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়।

গত কয়েক দিনের তুলনায় বাতাসের তীব্রতা অনেকটাই বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নদনদীবেষ্টিত জনপদের মানুষ পড়েছেন বেকায়দায়।

শীতবস্ত্রের অভাবে ঠাণ্ডায় কষ্ট পাচ্ছেন তারা। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ