Tuesday, January 21st, 2020




শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : ডিসি কুষ্টিয়া

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে খেলাধুলার মাধ্যমে তরুণ যুব সমাজ জেগে উঠেছে। মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। গতকাল কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ে কৃষ্ণচূড়া ক্লাবের উদ্যোগে তাজ-সোহাগ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন।

তিনি আরও বলেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সবল জাতি গঠনে যুবসমাজকে এগিয়ে নিতে হবে। তাদের খেলার মাঠমুখী করতে হবে। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি বলেন, কুষ্টিয়া এখন এক শান্তির জনপদে পরিণত। পাড়ায় পাড়ায় আর রক্ত ঝরে না। আর লাশ পড়ে না। জননেতা হানিফ এমপি’র সঠিক নির্দেশনায় খেলাধুলার মধ্যমে এই শহরে সম্প্রীতি গড়ে উঠেছে। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিক মানজিয়ার রহমান চঞ্চল, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাজেদা হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন। সভাপতিত্ব করেন কৃষ্ণচুড়া ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। সভা পরিচালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান। বক্তব্য রাখেন সজিব, রুবেল, জীবন, সুজন, ডালিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ