Tuesday, January 21st, 2020




মরহুম আব্দুল জলিল ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী

আব্দুল জলিল একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। তাঁর সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সঠিক পথনির্দেশনা পেয়েছিল। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বরেণ্য এই রাজনীতিক ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া দুপুরে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিকদের একাংশ আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আব্দুল জলিলের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক জালাল হোসেন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ