Tuesday, January 21st, 2020




তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গৃহবধু গুরুতর আহত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলাশ রূপাপাত ইউনিয়নে জাগির দেউলী গ্রামে গাজী বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারামারি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ক্ষতিগ্রস্থ আকতার গাজী বাদী হয়ে বোয়ালমারী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকায় সূত্রে জানা যায়, বিতর্কিত লোক মগবুল গাজী চাঁদাবাজী ডাকাতিসহ একাধিক মামলার আসামী। মগবুল গাজী (৫০) পিতা মৃত মালেক গাজীর হুকুমে রাব্বী গাজী পিতা মগবুল গাজী,রোকেয়া বেগম (৩৫) স্বামী আজিজার গাজী, শারমিন বেগম ২৫ পিতা আজিজার, গাজী মিনা বেগম (৪৩) স্বামী মগবুল গাজী সহ অতর্কিত হামলা চালায়। একাধিক লোক বলেন, মগবুল গাজী গং এর নাম শুনলে এলাকায় আতঙ্ক বিরাজ করে। জাগির দেউলীতে মাঝি সম্প্রদায় বসবাস করেন।

এদের বিনা করনে বিভিন্ন সময় অত্যাচারসহ চাঁদাবাদী জমি দখল নদীর পারে গাছ চুরি ফসল চুরি সহ একাধিক অপকর্মের হোতা এই মগবুল গাজী, এই সকল কু-কৃর্তীর তীব্র নিন্দা জানিয়েছে এর বিরুদ্ধে। আলফাডাঙ্গা থানা মামলা নং ০৬(১০)১৮ ধারা ৩৯৫/৩৯৭, বোয়ালমারী থানা নন জিআর মামলা নং ১৩৭/১৯ এছাড়া গোপালগঞ্জ জেলাতে কাশিয়ানী থানা সহ একাধিক অভিযোগ আছে। মগবুল গাজীর ভাই আজিজার গাজী একই মহল্লায় আক্তার গাজীর পুত্র বধু ফজিলা বেগম (৩২) কে কু প্রস্তাব দিয়ে আসতেছিলো এর প্রতিবাদে নারী ও দমন আইনে ৯(৪) ধারা মামলায় করেন। মামলা করার পরিপেক্ষিতে মামলা তুলে আনার হুমকি প্রদান করে ও মার ধোর করেন এই সময় লুটপাট চালিয়ে ঘরে থাকা স্বর্ন ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নেয়। হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা বেগম (৬৫) ও খাদিজা বেগম (১৮) মাথায় আঘাত ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত, ক্ষত নিয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন । এ ব্যাপারে আলফাডাঙ্গা (পঃপঃ) কর্মকর্তা মোঃ নাজমুল বলেন, শরিরের বিভিন্ন স্থানে মাথায় সহ ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে আক্তার গাজী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ