Sunday, January 19th, 2020




পঞ্চগড়ে বজ্রবৃষ্টি

পৌষের শীতের পর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন করে শীত নিয়ে হাজির হয়েছে মাঘ মাস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হঠাৎ করেই শুরু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এর আগে, বিকেলে কালো মেঘে ঢেকে যায় জেলার আশপাশ।

আবাহাওয়া অফিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় দশমিক ১ মিলিমিটার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কুয়াশাচ্ছন্ন জেলার আশপাশ। বিকেলে থেকে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। দিনভর শৈত্যপ্রবাহের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জুবুথুবু করে দিয়েছে জেলার জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। চলতি মাসে আরও দুই/একটি হাকলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ