Sunday, January 19th, 2020




চাকুরীর প্রলভন দেখিলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক পলাশ।

আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরাদ হোসেন পশাল বাংলাদেশ বিজিবিতে চাকুরী করতেন।

কাগজপত্র ভুয়া থাকার কারণে বিজিরি চাকুরীচ্যুত হন। এর পর বেপড়য়া হয়ে যান পলাশ। পরবর্তীতে চাকুরীর প্রলভন দেখিয়ে পুলিশ বিজিবি সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের কথা বলে বাংলাদেশের বিভিন্ন এলাকা যশোরের বাঘারপাড়া থানার খাজুড়িয়া ইউনিয়নের প্রায় ২০ জনের কাছ থেকে ১০ লক্ষ টাকা করে হাতিয়ে নেন। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালী মাগুরা শালিখা থানার থেকে ও বেশ কিছু লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। ইতি মধ্যে পলাশের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ১০ টি মামলা হয়েছে। লালমনিহাটে জনসাধারনের হাতে গণধোলায়ে খেয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এই ফরাদ হোসেন পলাশ ভাটিয়াপাড়ার কানলা ঘাটের ফরাদ বাহিনী নামের একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বলেন পলাশের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট আপন চাচাতো ভাই রাজুকে বেশ কয়েকটি মামলায় ফাঁসিয়েছেন। পশাল বাহিনীর ত্রাশে এলাকার মানুষ অতিষ্ট ও দিশেহারা। যশোরের বাঘারপাড়া থানার পশ্চিমা গ্রামের বীর মুক্তিযোদ্ধার মেয়ে শাহিনা খাতুনে স্বামী শহিদুল ইসলামের ছেলে অনিককে চাকুরী দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা এই প্রতারক হাতিয়ে নেয়, বাড়িতে যাওয়ার আগে কালো গাড়িতে করে যাওয়া আসা করতো। প্রতারকের পিতা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন ওর ধার আমি ধারি না সে ঢাকায় যাত্রবাড়ীতে বৌ ছেলে মেয়ে নিয়ে আত্মগোপন করে আছে। এলাকাবাসীর প্রসাশনের কাছে জোড় দাবি এই প্রতারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এই প্রতারকের হাত থেকে দেশবাশিকে সাবধান থাকার জোড় দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। এ বিষয়ে পলাশের সাথে যোগাযোগ করা হলো মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়। ০১৭৭৫২৭৮২৩৭ । কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন পলাশের নামে একাধিক মামলা আছে সে ওয়ারেন্টের আসামী তাকে ধরার জন্য জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ