Saturday, January 18th, 2020




মাসব্যাপী ক্ষুধার যন্ত্রণায় কাতরাছেন-ছবর আলী

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নের দীঘলবানা গ্রামে মৃত গণি মোল্যা পুত্র আঃ ছবর আলী (৬৫)মাসব্যাপী ক্ষুধা নিবারনের আশায় ক্লান্ত হয়ে ইউনিয়ন পরিষদের মাঠে ঘুমিয়ে আছে সরজমিনে দেখা যায়।সহধর্মিণী তার সংসার ছেড়ে চলে গেছে।দুই ছেলে সংসারে আছে,এখন থেকে ও নাই বলেন একাধিক ব্যক্তি।ছেলেরা বাবার ধার ধারে না।ছবর আলীর দিনগুলো একাই সংগ্রাম করে চালতে হয়। এখন রাষ্টের কাছে জনগনের প্রশ্ন, জীবনের দুঃখকে কে নিবে ভাগাভাগি করে। নিঃসঙ্গ জীবন তার কাটছে।

সরকারী কোন ভাতা পায় কিনা জানতে চাইলে পাশ্ববর্তী লোক বলেন হয়তো এনজিও কাছ থেকে একটা সাহায্য পায় সেটা দিয়ে ঔষুধ কেনে, ছবর আলী কানে শুনে না, চিকিৎসা করা জরুরী কে নিবে চিকিৎসার দ্বায়িত্ব। সামনের দিনগুলি এখন শুধু অন্ধকার। কিন্তু তবুও পেটের যন্ত্রণায় ইউনিয়ন পরিষদে চাউল দেওয়ার কথা শুনে বড় একটি বস্তা নিয়ে ইউনিয়ন পরিষদের মাঠে মনের কষ্টে ঘুমাচ্ছেন। সাংবাদিকদের ডাকে সাড়া দিয়ে বলেন, কিছু চাউল নিয়ে দিবেন আপনারা? উত্তরে চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান হুমায়ন কবির(বাবু হাদি) সঙ্গে যোগাযোগ করা হলে বলেন,ছবর আলী কোন ভাতা পায় কি না আমার স্বরন নেই রেজিস্ট্রার খাতা দেখলে জানা যাবে।আমাদের কাছে বিভিন্ন ভাতা কার্ড ছাড়া কোন সাহায্য আসে না। এলাকাবাসীর জোর দাবী শুধু আব্দুর ছবর আলী নয় উপজেলাতে এই ধরনের ব্যক্তিদের চিকিৎসা সহ যাবতীয় খরচ সরকারে বহন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ