Saturday, January 18th, 2020




বাংলার গ্রামীণ মেলাগুলো বাণিজ্যের সাথে বিনোদনও দিয়ে থাকে : এমপি রুহুল

আরাফাত আল-আমিন ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক মাস ব্যাপী তাঁত ও কুটিরশিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার সকালে মেলা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবহমান বাংলার অন্যতম ঐতিহ্য ছিল গ্রামীণ মেলা গুলো। এক সময় গ্রাম বাংলার প্রত্যেকটি অঞ্চলে নানা উপলক্ষে মেলা বসত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের নারী পুরুষ মেলায় যেতো। হরেক রকম পণ্যের পসরা থাকত মেলা গুলোতে। অনেক আনন্দ হতো। অতীতের মতো আধিক্য না থকালেও এখনও বিভিন্ন স্থানে মেলা বসে। বাংলার গ্রামীণ মেলাগুলো বাণিজ্যের সাথে বিনোদনও দিয়ে থাকে। যা মানুষের বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে নির্মল আনন্দ দেয়, নিজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। মতলব উত্তরে এই মেলাও স্থানীয়দের জন্য কল্যাণকর হবে এই প্রত্যাশা।

ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সভাপতি হাজী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ছেংগারচর সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাসার, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান বেপারী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, বণিক সমিতির সদস্য নাজমুল খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এড. জসিম উদ্দিন, প্রভাষক কামরুল হাসান, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ