Tuesday, January 14th, 2020




ডিগ্রি পরীক্ষা দিলেন মিন্নি

বরগুনা সরকারি মহিলা কলেজের কেন্দ্রে গিয়ে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মিন্নি। একই সঙ্গে রিফাত শরীফ হত্যা মামলার আরো ২ আসামি কারাগার থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার সকালে রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছিল বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। বেলা সাড়ে ১২টার দিকে সাক্ষ্যগ্রহণ চলাকালে পরীক্ষা থাকায় এ মামলার ৩ আসামি আদালত থেকে অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, আয়েশা সিদ্দিকা মিন্নি ও মো. সাগরের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলমান। তাই সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মিন্নি তার বাবার সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে যান।

এছাড়া আসামি কাইয়ুম এবং মো. সাগরকে পুলিশের প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের আদেশে কারাগারে থাকায় বরগুনা জেলা কারাগারের ভেতরে পরীক্ষায় অংশ নেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ