Monday, January 13th, 2020




রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর নওদাপাড়া এলাকায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ানি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, নগরের শাহমুখদুম থানার ভুগরুইল এলাকার শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২২) ও শাহমুখদুম থানার বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন (৫০)।

আহতরা হলেন, পবা উপজেলার পাইকপাড়া গ্রামের রজব আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪৫), চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে আরিফুল ইসলাম (২০), কুখন্ডি এলাকার আব্বাস আলীর ছেলে আবির হোসেন রাজা (২৪) ও পোড়াপুকুর এলাকার কলিম উদ্দিনের মেয়ে কানিজ ফাতেমা কেয়া (২৬)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শাহমুখদুম থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নওদাপাড়া বাস টার্মিনাল কর্নারে পূর্ব দিক থেকে আসা নওগাঁ প্রাইম হাসপাতালের অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো ছ-৭১১৫৫০) সঙ্গে পশ্চিম দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

তিনি বলেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের কার্যক্রম শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অ্যাম্বুলেন্স ও অটোরিকশা জব্দ করে থানায় নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ