Monday, January 13th, 2020




পাইকগাছায় সাড়ে ৬ কিলোমিটার ওয়াপদার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

পাইকগাছা সংবাদদাতাঃ ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাইকগাছার আলমতলায় যে স্থানটিতে বেড়িবাঁধ উদ্বোধন করেছিলেন সেই স্থানটিতে পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সাড়ে ৬ কিলোমিটার ওয়াপদার রাস্তার উদ্বোধন করেন।

সোমবার সকালে ১০টি প্যাকেজে টেকসই বেড়িবাঁধ সংস্কারের ১ কোটি ২৩ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকার কাজের উদ্বোধন করা হয়। লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে শিবসা নদীর চরে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খুলনা পওর বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, মেয়র সেলিম সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ওসি এমদাদুল হক শেখ, পাইকগাছা পওর শাখার উপ-প্রকৌশলী ফরিদ উদ্দীন, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি। প্রধান অতিথি বলেন, ওয়াপদার রাস্তা সংস্কার, নদী খনন ও ভাঙ্গনরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ