Monday, January 13th, 2020




অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-৩

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদরের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যায়। তারা খোরশেদ আলীর গোয়াল থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া দেয় এবং মসজিদের মাইকিং করা হয়। চোররা পালিয়ে যাওয়ার সময় অভয়নগরের প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলে এলাকাবাসী। এ সময় তিন জনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন মারা গেছে। আরও তিন জন পালিয়ে গেছে। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ