Saturday, January 4th, 2020




আলফাডাঙ্গাতে লাইসেন্স বিহীন ‘স’ মিলের রাজস্ব ফাঁকি।

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে করাত কল/ ‘স’ মিল নিয়মকানুনের ধার না ধরে সরকারকে দিচ্ছে রাজস্ব ফাঁকি। উপজেলা ঘুরে দেখা যায় ১৪ টি করাত কল চালু আছে। অফিস সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা চারটি ‘স’ মিল নবায়নকৃত অনুমতি,পাঁচটি নবায়ন বিহীন, দুইটি আবেদনকৃত,দুইটির লাইসেন্স নেই,খাতায় একটির হদিস নেই।এর মধ্যে রয়েছে অনেক ফাঁক ফোকর। সরজমিনে গিয়ে দেখা যায়,গোপালপুর সততা করাত কল একটির অনুমতি নিয়ে তিনটি করাত কলের কাজ চালিয়ে যাচ্ছে। শিরগ্রাম হতে রামদানগর সড়কের এক প্রবাসীর স্ত্রী ‘স’ মিলের ভিতর ধান গম তেল ভাঙ্গানো কাজ চালিয়ে যাচ্ছে হরদমে।

কাগজপত্র ঠিক আছে কিনা জানতে চাইলে তার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ভগ্নিপতি কে ডেকে এনে সাংবাদিকদের বলেন, আলফাডাঙ্গা অফিসে গিয়ে অফিসারদের বলে যা পারেন তাই করেন। নাম না বলার স্বার্থে একাধিক ব্যক্তি বলেন,করাত কলের মধ্যে রাইস মিল(খাদ্য ভাঙ্গানো মাল) স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। জয়দেবপুর বাজারে জাকির ‘স’ মিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বহু বছর ধরে কাঠ চেরাইয়ের ব্যবসা করছে। এই ‘স’ মিলটি বিদ্যালয়ের সামনে কিভাবে অনুমতি পেল ছাত্র-ছাত্রী অভিভাবক জনসাধারণ প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছে। উপজেলাতে বেশ কয়েকটি করাত কল স্কুল সংলগ্ন ঘনবসতি এলাকায় ব্যবসা করে যাচ্ছে অভিযোগ করেন।

মিলগুলো চলাকালীন সময় বিকট শব্দে স্কুলের ছাত্র ছাত্রী লেখাপড়া ব্যাহত হচ্ছে।যে কোন সময় করাত ভেঙ্গে,কাঠের টুকরো ছুটে দূর্ঘটনার শিকার হতে পারে ছাত্র ছাত্রী জনসাধারণ।দিন মজুর শ্রমিকদের নেই কোন নিরাপত্তা। উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দিপক কুমার ঘোষ বলেন, করাত কলের মধ্যে রাইস মিল(গম,সরিষা ভাঙ্গানো)করে থাকলে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি,প্রশাসনের কাছে অচিরেই বন্ধের জোর দাবি জানাচ্ছি ।

বন কর্মকর্তা শেখ লিটন বলেন,করাত কলের মধ্যে রাইস মিলের( চাল ডাল গম তেল ভাঙ্গানো) ব্যবসা সম্পূর্ণ বেআইনি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করিবো। নিবার্হী অফিসার মোঃ রাশেদুর রহমান বলেন,ইতিমধ্যে দুইটি ‘স’ মিলকে জরিমানা করেছি, বাকি করাতকলগুলো অনিয়মের ভেতর থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ