Monday, December 30th, 2019




বন্যপ্রাণী শিকার করায় জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বন্যপ্রাণী শিকার করার দায়ে ২৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক ব্রিজ এলাকা থেকে দু’টি খরগোশ ও একটি পিকআপসহ তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রংপুর থেকে পিকআপ নিয়ে তপন কুমার নামে একজনের নেতৃত্বে একটি দল বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে বুড়াবুড়ি ডাহুক ব্রিজ সংলগ্ন চা বাগানে আসে। পরে দু’টি খরগোশ আটক করে খাঁচায় রাখে। খরগোশ শিকারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরে স্থানীয়রা দু’টি খরগোশসহ তাদের আটক করে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানায়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ওই ২৩ জনকে আটক করে। পরবর্তীতে খরগোশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ