Monday, December 23rd, 2019




সরকারীভাবে সারাদেশে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নাটোরের নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নাটোর প্রতিনিধি- সরকারীভাবে সারাদেশে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নাটোরের নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। আজ সোমবার সকাল ১০ টার দিকে শহরের নিচাবাজারস্থ হেমাঙ্গিনী সেতুর কাছ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা , স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শুরুতে পানি উন্নয়ন বোর্ডের নিযুক্ত শ্রমিকরা হ্যামার দিয়ে চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দিতে শুরু করে। এসময় দখলদাররা তাদের স্থাপনা স্ব-উদ্যোগে সরিয়ে নিতে থাকে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, সিএস নকশা হিসেবে সরকারী জায়গা মুক্ত করা হবে। সেই অভিযান শুরু হয়েছে। পৌর এলাকার চিহ্নিত ১৫ টি স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হবে। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ