Monday, December 23rd, 2019




ধেঁয়ে আসছে শীত, চরম দূর্ভোগে ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষ।

হিমেল হাওয়া ও ঘনকুয়াশা জেঁকে বসেছে শীত। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।গত দুই দিন শীত আরো ঘনভূত আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলাতেও।এদিকে, প্রচ- ঠা-ায় কাহিল হয়ে পড়েছে জনগন। ঘন কুয়াশা ঢাকা পড়ে আছে পথঘাট আর ফসলি জমি। ধীরে ধীরে কমছে তাপমাত্রা।সাথে কনকনে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। ডিসেম্বর মাঝামাঝিতে এখন শীতের দাপট। গত কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করছে, শীতের প্রকোপ বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এসব মানুষের অধিকাংশই ভাসমান-যাদের কোনো শীতবস্ত্র নেই।বিভিন্ন এলাকায় ভূমিহীন ও অতিদরিদ্র পরিবারের জরিপ চালানো হয় তাতে দেখা গেছে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এসব পরিবারের লোকজনের পক্ষে কোনোভাবেই নিত্যদিনের খাবার যোগানোর পর শীতবস্ত্র কেনার সামর্থ্য থাকে না। পরিণতিতে তারা শীত নিবারনের জন্য চট, ছালা, খড়ের লেপ ব্যবহার সহ সারারাত ধরে অগ্নিকু- ব্যবহার করছে। একদিকে প্রচ- শীত, অন্যদিকে কনকনে বাতাসে শীতের তীব্রতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এরপর আসতে পারে নিম্নচাপ।তাই সমাজের বিভিন্ন এনজিও বিত্তশালীদের আহবান করি শীতার্ত ভূমিহীন ও নিম্ন আয়ের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ