Thursday, December 19th, 2019




সিরাজগঞ্জে ব্রীজ ভেঙ্গে পরায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যানজটের সৃষ্টি

নাটোর প্রতিনিধি- সিরাজগঞ্জে ভুইয়াগাতি ব্রীজ সহ আরেকটি বেইলী ব্রীজ ভেঙ্গে পরায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ট্রোল প্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে করে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা সহ উত্তর ও দক্ষিনাঞ্চলের চলাচল করা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সেই সাথে পন্য পরিবহন করা গাড়িও আটকে পড়েছে। তবে হাইওয়ে পুলিশের দাবী যানজট নিরশনে কাজ করছেন তারা। দ্রুত এর সমাধান করা হবে।

চালক ও যাত্রীরা জানান, বিভিন্ন জেলা থেকে তারা গত রাতে গাড়ি ছেড়েছেন ঢাকায় যাওয়ার জন্য। সিরাজগঞ্জে সমস্যা হওয়ায় গাড়িটি বিকল্প পথ দিয়ে এসেও নাটোরের কাছিকাটায় জ্যামে পড়তে হয়েছে। ঘন্টার পর ঘন্টা সড়কে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ী একটুকুও সামনে এগোচ্ছেনা বলে জানান তারা। বনপাড়া হাইওয়ে পুলিশের দাবী তারা যানজট নিরোশনের জন্য কাজ করছেন। গাড়ি এখন আর দাঁড়িয়ে থাকবেনা। একদিক দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্য গাড়িও অল্প সময়ের মধ্যে চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ