Tuesday, December 17th, 2019




বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীতে জাপা’র বিজয় দিবস পালিত

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

সোমবার ১৬ ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এসময় জাতীয় পার্টি (জাপা’র) বালিয়াডাঙ্গী উপজেলার সদস্য সচিব আলহাজ্ব আব্দুল বারেকসহ নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন৷

আরো বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, বহুমুখী গণউন্নয়ন সমবায় সমিতি, শিল্পকলা একাডেমী, জাগ্রত মানবতা, উদীচি শিল্প গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্থানে র‌্যালী, কুচকাওয়াজ, আলোচনাসভা, শরীরচর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নেয়।

এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ