Tuesday, December 17th, 2019




বগুড়ার সারিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যেদিয়ে সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিেেত যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবসের কার্যক্রমে অংশ গ্রহণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। ১৬ই ডিসেম্বর উপলক্ষে সোমবার সকালে সারিয়াকান্দি পাবলিক মাঠ চত্তরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সারিয়াকান্দি প্রেসক্লাব, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ।

অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে সকাল ৮টায় সারিয়াকান্দি পাবলিক মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কুচকাওয়াজ, ডিসপ্লেতে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার, রোভার স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাসেল মিয়া, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আইযুব তরফদারসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ