Sunday, December 15th, 2019




কীর্তনখোলা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবলো কার্গো

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এমভি হাজি মো. দুদু মিয়া নামের মালবাহী কার্গোটি নদীতে ডুবে গেছে। এছাড়া এমভি শাহরুখ- ২ নামের লঞ্চটির সামনের তলা ফেটে গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শাহরুখ- ২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে যেতে থাকা এমভি হাজি মো: দুদু মিয়া নামের কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়। অন্যদিকে লঞ্চটির সামনের দিকের তলা ফেটে গেলে তা চর কাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নোঙর করে ও নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেয়।

এদিকে ঘটনার পরপরই নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে। এছাড়া নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চলছে। তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সময় কার্গোটি নিয়ম না মেনে নদীর বাম দিক দিয়ে চেপে চলছিল। অপরদিকে নদীতে বাক থাকার পরও লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ