Friday, December 13th, 2019




বগুড়া জেলা পুলিশের আয়োজনে সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে সারিয়াকান্দি উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে হামদ্-না’ত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শুক্রবার বিকেলে সারিয়াকান্দি থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অনুষ্ঠানের ক্বিরাত প্রতিযোগিতায় কর্ণিবাড়ী দ্বি-মূখী ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আবু তালেব ১ম স্থান অধিকার করে, ২য় স্থান অধিকার করে সারিয়াকান্দি দ্বি-মূখী ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক, ৩য় স্থান অধিকার করে কর্ণিবাড়ী দ্বি-মূখী ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজঃ নজরুল ইসলাম, হাম্দ/না’ত প্রতিযোগিতায় সারিয়াকান্দি দ্বি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ হানিফা আক্তার ১ম স্থান অধিকার করে, ২য় স্থান অধিকার করে সারিয়াকান্দি দ্বি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ওমর ফারুক, ৩য় স্থান অধিকার করে ফুলবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোনজেল হোসেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ নিজবলাইল আলিম মাদ্রাসা মাওঃ জাহাঙ্গীর আলম, ফাযিল মাদ্রাসা সহকারি শিক্ষিকা মোছাঃ লাকী আক্তার, প্রতিযোগিতার বিচারক মন্ডলী মাওঃ আবুল কাশেম, মাওঃ নুরুজ্জামান, মাওঃ মতিউর রহমান, এনামুল প্রমুখ। বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে বগুড়া জেলায় উপজেলার পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই সুলতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ