Thursday, December 12th, 2019




নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত

নাটোর প্রতিনিধি- “সত্য-মিথ্যার যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল তখন অনেকেই হাঁসাহাসি করেছে। অথচ আজ যখন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে বাস্তব রূপ দিয়েছে তখন সবাই এর সুবিধা ভোগ করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলগুলো খবরসহ তাদের অনুষ্ঠানমালা প্রচার করছে। বক্তারা সমাজে বিশৃংখলা রোধে গুজবে কান না দিয়ে যে কোন খবরের সত্য-মিথ্যা যাচাই করে তবে ইন্টারনেটে শেয়ার দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। সেমিনারে ডিজিটাল বাংলাদেশের ওপর একটি ভিডিও চিত্র দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ